Advertisements
পরিবর্তিত জলবায়ু অভিঘাত পড়েছে দেশের হাওরাঞ্চলেও। বদলে গেছে হাওরের কৃষি ও প্রাকৃতিক বৈচিত্র। অপরিকল্পিত উন্নয়নে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধসহ একাধিক কারণে হাওরের বহু জমি থাকে পরিত্যক্ত। এসব শুকনো জমি ফেলে না রেখে অনেকেই নিয়েছেন নানামুখি কৃষি উদ্যোগ। মাছ চাষসহ ফল ফসল উৎপাদন করে আনছেন সাফল্য।








