মিস ইউনিভার্সের ৭৪তম আসরে কি ইতিহাস তৈরী করতে পারবে বাংলাদেশ? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দিবে। কিন্তু প্রথমবারের মতো কোনো বাংলাদেশির ‘মিস ইউনিভার্স’-এর প্লাটফর্মে বিশেষ জায়গা তৈরীর সম্ভাবনা দেখিয়েছেন তিনি তানজিয়া জামান মিথিলা।
এরই মধ্যে ‘পিপলস চয়েস’-এর ভোটিং পর্বে সেরা দুইয়ে উঠে এসেছেন মিথিলা। তবে প্রতিদিন, প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে ভোটের হিসেব! র্যাংকিংয়ে ২ নম্বরে উঠে আসায় উচ্ছ্বসিত মিথিলা। তবে তার টার্গেট শীর্ষ স্থান!
বৃহস্পতিবার দুপুরে এক ভিডিও বার্তায় থাইল্যান্ড থেকে মিথিলা বলেন, “আমরা এখন ২ নম্বরে আছি। আপনারা নিশ্চয় আমার মতো নাম্বার ওয়ান হতে চান। আর নাম্বার ওয়ান হতে হলে যেভাবেই হোক আমাকে আজকে ৫০ হাজার ভোট দিতে হবে। তো সেটার জন্য আপনাদের আরো বেশী কাজ করতে হবে। প্লিজ, আমাকে সবাই ভোট করুন। এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ, আপনাদের ছাড়া আমি এটা করতে পারবো না। প্লিজ ভোট ফর বাংলাদেশ!”
যারা ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা এসময় বলেন,“বাংলাদেশ এখন ২ নম্বরে আছে। আপনারা যারা ভোট দিয়েছেন, তাদের ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। আমরা দেখিয়ে দিয়েছি, সবাই মিলে যদি কাজ করি তাহলে আমরা কোথায় যেতে পারি, এবং আমরা কতোটা শক্তিশালী।”
‘পিপলস চয়েস’-এ মিথিলা ২ নম্বরে থাকা মিথিলার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত জোরেসোরে ক্যাম্পেইন চলছে বাংলাদেশে। তার জন্য ভোট চাইতে পোস্ট দিতে দেখা গেছে জয়া আহসান, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল ফেরদৌস ঐশী, জান্নাতুল পিয়া, সামিরা খান মাহি, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ অভিনয়শিল্পী ও মডেলিং অঙ্গনের অনেককেই।
ভোট দেওয়ার জন্য মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে ‘গেট ভোট’ নির্বাচন করতে হবে। তারপর ‘পিপলস চয়েস’ সেকশনে গিয়ে তানজিয়া জামান মিথিলাকে নির্বাচন করা যাবে। এরপরও প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে আরও একটি করে যত খুশি তত ভোট দেওয়া যাবে।
প্রসঙ্গত, তানজিয়া জামান মিথিলা চলতি বছরের সেপ্টেম্বরে ‘ফ্লোরাব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতেন। তিনি শুধু একজন মডেল ও অভিনেত্রীই নন, বরং বাল্যবিবাহবিরোধী প্রচারণা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্যও পরিচিত।
২০২০ সালেও তিনি একই খেতাব অর্জন করেছিলেন, তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি। ২০২৫ সালে পুনরায় এই সাফল্য অর্জন করে ইতিহাস গড়েছেন মিথিলা।









