ক্রিকেটে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ মানেই চরম উত্তেজনা! আর সেটা যদি হয় বিশ্বকাপে, তাহলে কথাই নেই! শনিবার দুপুরে সেই উত্তেজনাপূর্ণ ম্যাচ শুরুর আগে চমক দিলেন বলিউড তারকারা। যদিও বলি-তারকাদের পারফর্মের কথা জানা গিয়েছিলো আগেই!
শনিবার ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন ছিলো। যেখানে পারফর্ম করেন বলিউডের তারকা গায়কেরা। যে পারফর্ম দেখার অপেক্ষায় ছিলেন টিভি সেটের সামনের দর্শকরাও! কিন্তু, ম্যাচের ঠিক আগে ব্রডকাস্টার স্টার স্পোর্টসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠান টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে না!
টুইট করে জানানো হয়, শুধুমাত্র যে দর্শকেরা স্টেডিয়ামে উপস্থিত থাকবেন, তারাই এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। ব্রডকাস্টার তা করতে পারবে না। এই অনুষ্ঠানে অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিং, শ্রদ্ধা কাপুর এবং সুনিধি চৌহান পারফর্ম করেন!
কেন টেলিভিশনে দেখানো হলো না? টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে এর পিছনের কারণ। তাদের মতে, স্টার স্পোর্টসের কাছে এই অনুষ্ঠান সম্প্রচার করার স্বত্ত্ব ছিল না। একেবারে শেষমুহূর্তে এই অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়। সেকারণে স্টার স্পোর্টস তা সম্প্রচারের সত্ত্ব পায়নি। এ কারণেই হয়তো তারকাদের পারফর্ম করার অংশটি প্রচার করতে পারেনি।
এবারের বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়নি। পাক-ভারতের ম্যাচ শুরুর আগে তারকাদের পারফর্মেন্স নিয়ে ঘোষণায় অনেকে আশায় বসেছিলেন, কিন্তু এবারও তারা হতাশ হলেন!








