রাত পোহালেই মিস ইউনিভার্স -এর ৭৪তম আসরের গ্র্যান্ড ফিনালে। এবারের আসর বসেছে থাইল্যান্ডের ব্যাংককে। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীরা এতে অংশ নিচ্ছেন। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা, যিনি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।
বাংলাদেশের দর্শক ও ভক্তরা তার পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন এবং আশাবাদী যে তিনি দেশকে প্রথমবারের মতো মুকুট জিতিয়ে আনতে পারবেন! কেননা, মিস ইউনিভার্স এর ভোটিং অ্যাপে সবগুলো বিভাগেই তিনি তালিকার প্রথম দিকে অবস্থান করছেন!
‘মিস ইউনিভার্স ২০২৫’ এর ফাইনাল কখন?
মিস ইউনিভার্স অর্গানাইজেশনের (এমইউও) ঘোষণা অনুযায়ী, প্রতিযোগিতার ৭৪তম আসর অনুষ্ঠিত হবে শুক্রবার (২১ নভেম্বর), থাইল্যান্ডের ননথাবুরির পক ক্রেটের ইমপ্যাক্ট চ্যালেঞ্জার হলে, স্থানীয় সময় সকাল ৮টা। বাংলাদেশের দর্শকরা অনুষ্ঠানটি দেখতে পারবেন দেশের সময় সকাল ৭টায়।
‘মিস ইউনিভার্স ২০২৫’ সম্পর্কে যা জানা প্রয়োজন
২০২৪ সালে ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়্যার থেইলভিগ মিস ইউনিভার্সের মুকুট জেতেন। ২১ নভেম্বর তিনি তার উত্তরসূরির মাথায় মুকুট পরিয়ে দেবেন। এবারের প্রতিযোগিতার থিম ‘দ্য পাওয়ার অব লাভ’। যা সহানুভূতি, অন্তর্ভুক্তি ও মানবিক শক্তির সার্বজনীন বার্তা বহন করছে।
এবারের ফাইনালিস্ট ও প্রতিযোগীরা
গত ১৯ দিন ধরে অনুষ্ঠিত বিভিন্ন রাউন্ড- ইন্টারভিউ, ন্যাশনাল কস্টিউম, প্রিলিমিনারি শো ও অন্যান্য মূল্যায়ন শেষে ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতা এখন চূড়ান্ত পর্বের জন্য প্রস্তুত। বিশ্বের ১৩০টি দেশ থেকে আসা প্রতিযোগীরা ফাইনালে লড়বেন। যার মধ্যে রয়েছে ঘানা, হাইতি, ইরাক, কসোভো, দক্ষিণ আফ্রিকা,ভারতসহ আরও অনেক দেশের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে প্রতিযোগিতা করছেন মডেল তানজিয়া জামান মিথিলা। শুরু থেকেই এবার তিনি রয়েছেন আলোচনায়।
বিচারক ও উপস্থাপক প্যানেল
এবারের বিচারক মণ্ডলীতে আছেন সাবেক মিস ইউনিভার্স দায়ানারা তোরেস, সাবেক মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল, এবং কমেডিয়ান স্টিভ বায়ার্ন। প্রসঙ্গত, এই প্রথমবারের মতো বিশ্বব্যাপী দর্শকদের জন্য ব্লকচেইন ভোটিং অ্যাপ এর মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ উন্মুক্ত করা হয়েছে।
পুরস্কার ও প্রাইজমানি
মিস ইউনিভার্স ২০২৫-এর পুরস্কারের সুনির্দিষ্ট অর্থমূল্য এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে পূর্ববর্তী আসরগুলোয় বিজয়ীরা পেয়েছেন— নগদ অর্থ পুরস্কার, উচ্চশিক্ষার স্কলারশিপ, বিলাসবহুল গাড়ি, আন্তর্জাতিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং অবশ্যই মর্যাদাপূর্ণ মিস ইউনিভার্স ক্রাউন! ইন্ডিয়ান এক্সপ্রেস









