আমি মিশা সওদাগর বলছি, ‘বরবাদ’র গল্প অবশ্যই আলাদা এবং বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ছবি এটি। একইসঙ্গে আমার করা সবচেয়ে বড় বাজেটের ছবি এটি এবং টেকনিক্যাল দিক সবচেয়ে উন্নতমানের। এটা একেবারের বাংলাদেশেরই সিনেমা। কিন্তু মানের দিক থেকে একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আপনারা ছবি দেখার সময় আমার কথার সঙ্গে মিলিয়ে নিয়েন।
আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া শাকিব খানের ‘বরবাদ’ ছবি প্রসঙ্গে কথাগুলো বলেছেন জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর।
দু-দিন আগে ছবিটির প্রকাশিত টিজারে দেখা গেছে তাকে। নতুন মিশাকে দেখে অনেকে চমকে গেছেন! তিনি আরও বলেন, আমি প্রায় হাজারও সিনেমা করেছি। কিন্তু বরবাদের এই ক্যারেক্টার আমার কাছে একেবারে নতুন। শুধু আমি না, শাকিবের ক্যারেক্টার এবং লুকও একেবারে আলাদা।
‘বরবাদ’ নির্মিত হয়েছে রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে। মিশা বলেন, এতো বড় ছবিতে ইনভেস্ট করেছেন প্রযোজক শাহরিন আপু। তিনি এডুকেটেড এবং বিচক্ষণ মানুষ। নিশ্চয়ই তিনি দীর্ঘদিন ধরে প্ল্যান করে ‘বরবাদ’-এর মতো ছবি নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এজন্য তাকে মন থেকে ধন্যবাদ জানাই। একজন শিল্পী হিসেবে বলবো, তার মতো বড় মনের প্রযোজক এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রিতে আরও দরকার।
বরবাদ-এর সঙ্গে ঈদে দাগি এবং জংলি নামে আরও দুই ছবি আসছে। মিশা মনে করেন, এই তিন ছবিই দর্শকদের মনোরঞ্জন করবে। তিনি বলেন, দর্শকদের বঞ্চিত হওয়ার সুযোগ নেই। সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন এবং ডিজিটাল মিডিয়াতে ছবিগুলো জয়জয়কার থাকতে পারে।









