রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ কাঁচা বাজারের কমিটির সভাপতি আবুল হোসেন ও তার ভাই মাহবুবকে গুলি করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি বাজারে আসে। তারা বাজারের সভাপতির আবুল হোসেনের অফিস রুমে যায়। আলাপ শেষে তিনজন বের হয়ে যাওয়ার সময় গুলি ছুড়লে আবুলের পায়ে এবং তার ভাই মাহবুবের পিঠে গুলি লাগে। পাশাপাশি, দুই রাউন্ড ফাঁকা গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। লোকজনের উপস্থিতির কারণে তাদের মোটরসাইকেলটি ফেলে রেখেই পালিয়ে যায় তারা। কয়েকদিন ধরে মার্কেটটি দখল নেওয়ার চেষ্টা করছিল একটি গ্রুপ।
পুলিশ জানিয়েছে, আবুল হোসেন মোহাম্মদপুরের শিয়া মসজিদ কাঁচাবাজার কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে মার্কেটের কমিটি নিয়ে তাঁর সঙ্গে আরেকটি পক্ষের দ্বন্দ্ব হয়। এর জের ধরে তাঁর কার্যালয়ে শুরুতে বাগবিতণ্ডা হয় এবং পরে গুলির ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, বাজার কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে এমনটি হতে পারে। একজনের পায়ে আর অন্যজনের পিঠে গুলি লেগেছে। বর্তমানে দুজনই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।









