মুন্সিগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের ভেতরে থাকা মালামালের একটি বড় অংশ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার ১৩ নভেম্বর, ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানান, আকিজ পেপার মিলের সামনে কুমিল্লাগামী লেনে দাঁড়িয়ে থাকা কুষ্টিয়া ট-১১-২২০৮ নম্বরের একটি ট্রাকে হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ট্রাকের মালামালে। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া জানান, আগুনে কোনো প্রাণহানি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটানো হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এটি নাশকতার অংশ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর আগে রাতে কেওটখালী এলাকায় অগ্নিসংযোগ করে অবরোধ সৃষ্টি করে। বুধবার গভীর রাত আড়াইটার দিকে শ্রীনগর উপজেলার কেওটখালী এলাকায় এক্সপ্রেস ওয়ের মূল লাইনে আগুন দিয়ে অবরোধ করলে বেশ কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। এর আগে রাত ১১টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের শ্রীনগর উপজেলার নেতা কর্মীরা মটর সাইকেল বহর নিয়ে এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্ট বিক্ষোভ মিছিল করে মহড়া দেন।









