গুরুতর আহত রুবেল মিয়া (২৫), সদর উপজেলার মহুরি পাড়ার বাসিন্দা এবং ব্যবসায়ী মোকাব্বর মিয়ার ছেলে।
সোমবার ৮ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধা সদরের শাপলা মেল এলাকায় ঘটনাটি ঘটে, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। জানা যায়, রুবেল তার বন্ধু মোশারফ রহমানের সাথে দেখা করতে শাপলা মেল এলাকায় আসেন। কিন্তু মোশারফকে খুঁজতে গিয়ে হঠাৎ করেই সুখনগর এলাকার বাবুসহ পাঁচজন দুর্বৃত্ত রুবেলকে অতর্কিতভাবে আক্রমণ করে।
ধারালো দেশীয় অস্ত্র দিয়ে রুবেলের ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে এবং শরীরের অন্যান্য অংশে আঘাত করে তাকে রক্তাক্ত করা হয়। স্থানীয়রা রুবেলকে প্রথমে সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এই ঘটনার পর স্থানীয়রা ও রুবেলের পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়েছে। রুবেলের বাবা মোকাব্বর মিয়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে পাঁচজনকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. মুওাজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।









