বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন নির্বাচনকে তার জীবনের ‘শেষ নির্বাচন’ হিসেবে উল্লেখ করে ঠাকুরগাঁও-য়ের জনগণের কাছে ধানের শীষে ভোট চেয়েছেন। একইসঙ্গে তিনি জামায়াতসহ কিছু দলকে ইঙ্গিত করে নির্বাচনের দিনেই গণভোট করার পক্ষে জোর দেন।
আজ রোববার (৯ নভেম্বর) ঠাকুরগাঁও-এর দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব নিজের বয়স এবং শারীরিক পরিস্থিতির কথা উল্লেখ করে এক আবেগঘন আবেদন জানান। তিনি বলেন,
‘এটাই আমার শেষ নির্বাচন। বয়স হয়েছে আর নির্বাচন করতে পারি কী না। আমাকে এবার আপনারা সাহায্য করুন, ধানের শীষে ভোট দিন। আমি যেন আপনাদের কিছু উন্নয়ন করতে পারি।’
জামায়াতসহ কয়েকটি দলকে ইঙ্গিত করে মির্জা ফখরুল নির্বাচনের দিনেই গণভোটের দাবি জানান। তিনি বলেন, ‘আমরা বলছি নির্বাচনের দিনে গণভোট হোক।’
সাধারণ মানুষ গণভোট বোঝেন কি না সেই প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আপনারা সত্যি কথা বলেন তো গণভোট সনদ বোঝেন।’
বিএনপির সংস্কার ও পরিবর্তন নীতি নিয়ে মির্জা ফখরুল স্পষ্ট করেন যে, তারা আলোচনা ও সংশোধনের পক্ষে। তিনি বলেন,
‘যতগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায় বিএনপি রাজি। যেটাতে শুধু রাজি হব, সেটা শুধু আসবে। যেটা রাজি হবো না সেটা সংসদে যাবে। সংসদে গিয়ে তা নির্ধারণ হবে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা সংঘটিত গণহত্যার কথা উল্লেখ করে দাবি করেন, ‘২০২৪ সালেও গণহত্যা হয়েছে।’
এই অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।









