চট্টগ্রামে মীরসরাইয়ে বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় মীরসরাই বিএনপির আহ্বায়ক মো. কামরুল আলম (৪৮) নিহত হয়েছে।
শুক্রবার ১২ জুলাই সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ইউনিয়নের পোলমোগরা এলাকায় চট্টগ্রামমুখী অংশে এ ঘটনা ঘটে।
সকালে চট্টগ্রামমুখী অংশে ঢাকা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির এশিয়া পরিবহনের একটি বাস সামনে থাকা কার্ভাডভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাস ও কার্ভাডভ্যান মহসড়কের পাশের জমিতে উল্টে পড়ে যায়। কার্ভাডভ্যানের চাপায় সামনে থাকা পথচারী কামরুল ঘটনাস্থলে মারা যান।
উপজেলার মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আলা উদ্দিন বলেন, আহ্বায়ক কামরুল গ্রামের বাড়ি যাওয়ার জন্য সকালে ঢাকা থেকে আসেন।
তিনি আরও বলেন, পোলমোগরা এলাকায় বাড়ি যাওয়ার জন্য মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে কার্ভাডভ্যানটি কামরুলকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে তিনি মারা যান।









