মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা মানেই আলোচনার বড় অংশ উইকেট। উইন্ডিজের বিপক্ষে সিরিজেও ব্যতিক্রম নয়। বাংলাদেশ কোচ ফিল সিমন্সের দিকেও মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন গেল। বললেন, বরাবরের মতো এই সিরিজেও স্পিন সহায়ক হবে উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে শনিবার। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে লড়াই। আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন ফিল সিমন্স।
কেমন উইকেটে খেলবে বাংলাদেশ? সিমন্স জানালেন, মিরপুরের উইকেট তার চেয়ে সংবাদমাধ্যমের বেশি চেনা। বলেছেন, ‘আমার চেয়ে আপনারাই মিরপুর ভালো চেনেন, তাই না? মিরপুরের ব্যাপারে আমার চেয়ে বেশি জানেন আপনারা। আমাকে জিজ্ঞেস করছেন কারণ আমি উইকেট দেখেছি। দেখে মনে হয়েছে, মিরপুরের সচরাচর উইকেটের মতোই। এতে টার্ন থাকবে। যা ভালো।’
সিমন্সের পর সংবাদ সম্মেলনে আসেন উইন্ডিজের প্রধান কোচ ড্যারেন সামি ও অধিনায়ক শাই হোপ। তাদের কাছেও উইকেটের ব্যাপারে প্রশ্ন যায়। হোপ বললেন, উইকেট যেমনই হোক মানিয়ে নিতে হবে।
‘উইকেট দেখিনি। অনুশীলন শুরুর পর দেখতে পারি। তবে প্রধান কোচের সঙ্গে যা কথা হয়েছে, আমরা যেমন উইকেটের সঙ্গে পরিচিত, এরচেয়ে ভিন্ন হবে। তবে দেশের বাইরে খেললে এমনই হয়। দ্রুত মানিয়ে নিতে হবে। এটিই গুরুত্বপূর্ণ।’
কোচ ড্যারেন সামি বললেন, ‘জানি না কীভাবে এটি বর্ণনা করবো। বলতে পারি, উইকেট নিয়ে আমরা খুব বেশি ভাববো না। কারণ যেখানেই যাই না কেন, একই নীতি থাকে। আপনাকে সেই কন্ডিশনগুলোর মূল্যায়ন করতে হবে। এটি করলে সিদ্ধান্ত নিতে পারবেন যে, আপনার কী প্রয়োজন। তারপর তা অনুযায়ী নিজেকে প্রস্তুত করবেন।’









