বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয় মেট্রোরেলের মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন। ইতিমধ্যে কাজীপাড়া স্টেশন চালু হলেও, মিরপুর-১০ স্টেশন এখনও বন্ধ আছে। তবে আশার কথা, অক্টোবরেই চালু হতে যাচ্ছে মিরপুর-১০ মেট্রোস্টেশন।
আগামীকাল (১০ অক্টোবর) বৃহস্পতিবার থেকেই মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশনের ট্রায়াল রান শুরু হবে। অক্টোবরের মাঝামাঝি মিরপুর-১০ স্টেশনটি চালুর প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
কম ব্যস্ত স্টেশন ও ট্রেনিং সেন্টারের যন্ত্রাংশ এনে মিরপুর-১০ নম্বর স্টেশন চালু করা হচ্ছে বলে জানা গেছে।
৩৭ দিন বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট আবার চালু হয় মেট্রোরেল। তবে বন্ধ থাকে মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন। এরও ২৬ দিন পর কাজীপাড়া স্টেশন চালু করা হয়। তবে মিরপুর-১০ নম্বর স্টেশন চালু করা সম্ভব হয়নি।









