সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে তিন আসরে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। শিরোপা ছাড়া খালি হাতে ফিরতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। এবার আর হতাশ করেনি বাংলাদেশ, স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়েছে মারুফুল হকের শিষ্যরা। আসরের সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন ফাইনালে জোড়া গোল করা স্ট্রাইকার মিরাজুল ইসলাম।
আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ। ওই ম্যাচে এক গোল করে নিজের জানান দেন তরুণ স্ট্রাইকার। গ্রুপপর্বে শেষ ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে হেরে যায় আশরাফুল আসিফরা। ওই ম্যাচেও একটি গোল পেয়েছিলেন মিরাজ।
পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশের হারের ব্যবধান কমান এ তারকা। সেমিফাইনালে ভারতকে হারানোর অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক মোহাম্মদ আসিফ। তবে ওই ম্যাচে কোনো গোলের দেখা পাননি মিরাজ।
ফাইনালে জ্বলে উঠেন মিরাজ। প্রথম থেকেই চাপে থাকা বাংলাদেশের চাপ কমান এ স্ট্রাইকার। নেপালের ডি বক্সের সামনে বল নিয়ে কারিকুরি দেখানোর সময় তাকে ফাউল করে নেপালের রক্ষণভাগ। ফ্রি কিক থেকে টপকর্নারে দুর্দান্ত এক শটে গোল করে বিরতির আগে বাংলাদেশকে এগিয়ে নেন তিনি।
বিরতি থেকে ফিলে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। এবার লেফট রাইট উইংয়ের দুর্দান্ত সমন্বয়ে হেডের মাধ্যমে সহজ গোল করে ২-০ গোলে দলকে এগিয়ে নেন এ তারকা। ম্যাচের তৃতীয় গোল করেন লেফট উইঙ্গার রাব্বি হোসেন রাহুল। ওই গোলের যোগান আসে মিরাজুলের পা থেকে। সবমিলিয়ে চার গোল ও ফাইনালের দুর্দান্ত অ্যাসিস্টে সর্বোচ্চ গোলদাতা এবং আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিজের করে নেন মিরাজুল।








