নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটে টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ। ১০১ রানের দারুণ জয়ে দলের সবাইকে কৃতিত্ব দিচ্ছেন মিরাজ। জানিয়েছেন, তার নেতৃত্ব এবং পরামর্শ সবাই মেনে নিয়েছে। তাতে জয় পেয়েছে টিম টাইগার্স।
কিংসটন টেস্টে টসে জিতে আগে ব্যাটিং নিয়ে ১৬৪ রানে গুটিয়ে যায় লাল-সবুজের দল। এরপরই ঘুরে দাঁড়ানোর শুরু। অভাবনীয় সেই লড়াইয়ের পথ ধরে চতুর্থ দিন বিকেলে জয়ের বন্দরে নোঙর করে টিম টাইগার্স।
২০১ রানে হেরে শুরু হয়েছিল বাংলাদেশ ও মিরাজের। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে ১০১ রানের জয় তুলে নিয়েছে টিম টাইগার্স। নেতৃত্বের দ্বিতীয় টেস্টে এমন জয়, সেটিও ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে, মিরাজের কাছে এটা বিশাল প্রাপ্তি।
২৭ বর্ষী অলরাউন্ডার বললেন, ‘খুবই ভালো লাগছে, প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিতেছি, এটা অবশ্যই আমার জন্য বড় একটা অর্জন। যেহেতু প্রথম অধিনায়কত্ব করছি, এটা আমার জন্য বড় একটা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে।’
‘জয়ের কৃতিত্ব দিতে চাই সব খেলোয়াড়কে। যেভাবে পরামর্শ দিয়েছি, সবাই মেনে নিয়েছে। এই বিষয়টাও আমার কাছে খুব ভালো লেগেছে। কন্ডিশন সহজ ছিল না। সব খেলোয়াড়ের জন্যই অনেক কঠিন ছিল। সবাই মানসিকভাবে এমন ছিল যে, ম্যাচটা জিততে হবে। সবাই চেয়েছিল মন থেকে ম্যাচটা জেতার জন্য। এরজন্যই আমরা ম্যাচটা জিততে পেরেছি।’









