দিনের শুরু থেকেই বেড়েছে শীতের তীব্রতা। উত্তরবঙ্গের জেলাগুলোতে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। পঞ্চগড় জেলার আজকের তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
আজ (৩ জানুয়ারি) বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনাজপুর, পঞ্চগড় এবং নীলফামারী জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আজ সারাদিন অব্যাহত থাকতে পারে।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, এর প্রভাবে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অতি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। অতি ঘন কুয়াশার কারণে দিনেও ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
আগামীকাল মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অতি ঘন কুয়াশার কারণে দিনে ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
জানুয়ারি মাসে দেশে কিছু শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে আগেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।







