শিশু-কিশোরদের জন্য গঠিত সংস্কৃতি চর্চা কেন্দ্র ‘ইচ্ছেতলা’ এক দশকে পা রাখল। এই বিশেষ উপলক্ষকে ঘিরেই মঞ্চে আনছে তাদের প্রথম নাট্যপ্রযোজনা ‘বনের ধারে নদী’ (দ্য রিভার বিসাইড দ্য ফরেস্ট)। ঢাকার বেইলি রোডের মহিলা সমিতির মঞ্চে শুক্রবার (২৫ জুলাই) নাটকটির প্রথম শো বিকেল ৫টা ৩০ মিনিটে।
নাটকটি লিখেছেন বিশিষ্ট নাট্যকার সৌমিত্র বসু। নির্দেশনায় রয়েছেন মো. ফরহাদ আহমেদ শামীম। মঞ্চ ও আলোক পরিকল্পনায় মো. সাইফুল ইসলাম, সংগীতায়োজন করেছেন দেবাশীষ দেব এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন সানজিত সুপ্ত। নির্দেশনায় পরামর্শক হিসেবে আছেন ইচ্ছেতলার প্রতিষ্ঠাতা ও পরিচালক আফসানা মিমি।
‘বনের ধারে নদী’ নাটকের গল্পে উঠে এসেছে প্রকৃতি, প্রাণী ও মানুষের মাঝে এক সংকটময় টানাপোড়েনের আখ্যান। একটি বনের পাশ দিয়ে বয়ে চলা নদীকে ঘিরে বাস করে হাতি, হরিণ, নেকড়ে, খরগোশ, প্রজাপতিসহ নানান প্রাণী। একসময় নেকড়ে দাবি তোলে—নদীটি কেবল তার। এই দাবির বিরোধিতা করে হাতি। এমন উত্তেজনার মধ্যেই বন্দুক হাতে বনে প্রবেশ করে মানুষ, যারা বলে—নদী কেবল মানুষের সম্পত্তি। শুরু হয় সংঘাত।
শিশুদের কল্পনা ও বাস্তবতার মিশেলে গড়া এই নাটকটি যেন সহাবস্থানের, সম্প্রীতির ও পরিবেশ-সচেতনতার এক বড় বার্তা হয়ে উঠে আসে। নাটকে অভিনয় করছেন ইচ্ছেতলার বিভিন্ন বয়সী শিশুশিল্পীরা।
এই উপলক্ষে পাঠানো আমন্ত্রণপত্রে আফসানা মিমি বলেন,“শিশু-কিশোরদের জন্য আনন্দময় এক মুক্ত পৃথিবী গড়ার স্বপ্ন দেখি আমি। তারা যেন নিজের ভাষায় জীবনকে বুঝতে পারে, নিজেকে প্রকাশ করতে শেখে— এই চেষ্টাই করছি আমরা। শুধু পড়ালেখাই নয়, শিশুর সুস্থ বিকাশের জন্য খেলাধুলা ও সংস্কৃতিচর্চা একান্ত প্রয়োজন।”
সম্প্রতি মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষিতে তিনি আরও বলেন, “এই শোকের সময়ে আমরা সবাই মিলে কিছুক্ষণ একসাথে হতে চাই। প্রার্থনা করি যেন এমন দিন পৃথিবীর কোথাও না আসে— সমগ্র পৃথিবীর সকল শিশু-কিশোর যেন নিরাপদে থাকে।”









