মিল্টন সমাদ্দার আত্মীয়-স্বজনদের না জানিয়ে বিভিন্ন এজেন্টের মাধ্যমে প্রতিবন্ধী ও প্রবীণদের খুঁজে খুঁজে আশ্রমে আনতেন বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশীদ। সাংবাদিকদের তিনি বলেছেন, এরপর ওই বাসিন্দাদের ভাগ্যে কী ঘটে তাদের স্বজনরা তা জানতে পারতেন না বলেই মৃত ও নির্যাতনের শিকার ব্যক্তিদের স্বজনদের কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাচ্ছে না। বর্তমানে শামসুল হক ফাউন্ডেশন আশ্রমে থাকা প্রবীণ ও প্রতিবন্ধী শিশুদের দায়িত্ব নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।








