ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জ্বীন ৩’। মুক্তির আগেই যে সিনেমাটির ‘কন্যা’ শিরোনামের গানটি মানুষের মুখে মুখে ফিরে! এবার গানটি নতুন মাইলফলক স্পর্শ করলো!
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউবে ‘কন্যা’ গানটি মুক্তি পায় ১৭ মার্চ। কুড়ি দিনে যে গানটির ভিউ স্পর্শ করলো কোটির মাইলফলক!
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ‘কন্যা’র এমন মাইলফলকের খবর দেন ‘জ্বীন ৩’-এর নায়িকা নুসরাত ফারিয়া। গানটিতে ঠোঁট মিলিয়েছেন তিনি, সঙ্গে ছিলেন অভিনেতা সজল।
ফারিয়া বলেন, “কোটি র ঘরে কন্যা। এতো এতো ভালোবাসা দেয়ার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ।”
‘কন্যা’ গানটিতে দেখা গেছে রঙিন আর প্রাণোচ্ছ্বাসে ভরা উৎসবের আমেজ। গীতিকবি রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। উৎসবের আবহে নির্মিত এ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা।
গানটি প্রকাশের পর শুধু সাধারণ দর্শক নয়, প্রশংসা করেছিলেন শোবিজ তারকারাও। এরইমধ্যে ১ কোটি ৮ লাখের মতো দেখা হয়েছে গানটি। যেখানে ইতিবাচক মন্তব্য এসেছে প্রায় দশ হাজার!
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, “কন্যা এমন একটি গান, যা বাঙালির যেকোনো উৎসবে গাইতে পারবেন, নাচতে পারবেন, বাজাতে পারবেন। ফলে আমরা মনে করি, এই গানের মালিক বাংলা ভাষাভাষীর সব মানুষ। এই গান আপনার, আমার সবার।”
হরর ঘরানার ‘জ্বীন ৩’ নির্মিত হয়েছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। সিনেমাটির ওটিটি পার্টনার আইস্ক্রিন।









