বিপিএলের লিগপর্ব শেষে অপেক্ষা প্লে-অফ গড়ানোর। ফাইনালের দৌড়ে টিকে আছে রংপুর, কুমিল্লা, বরিশাল ও চট্টগ্রাম। ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাতে যোগ দিয়েছেন প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার। এসে করেছেন অনুশীলনও। পরে গণমাধ্যমের সামনে জানিয়েছেন, বাংলাদেশ সর্বদা ভালো স্মৃতিতে আছে তার।
প্লে-অফে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে বরিশাল। সোমবার দুপুর আড়াইটায় মিরপুরে গড়াবে লড়াই। ম্যাচের আগেরদিন মিরপুর একাডেমি মাঠে অনুশীলন সেরে নিয়েছে তামিম ইকবালের দল। প্লে-অফের লড়াইয়ে শক্তি বাড়াতে মিলারকে এনেছে তারা।
এবার তিনটি ম্যাচের জন্য এসেছেন মিলার। সেটা অবশ্য বরিশালের পারফরম্যান্সের উপর নির্ভর করবে। বরিশাল ফাইনালে পৌঁছালে মিলারের তিনটি ম্যাচ খেলা হবে। আগেও বিপিএলে খেলেছেন মিলার। ২০১৬ সালে চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন। সেবারও খেলেছিলেন তিনটি ম্যাচ।
সেই স্মৃতি স্মরণ করে মিলার বলেছেন, ‘আমার মনে হয় চিটাগং কিংসের হয়ে খেলেছি। আমার মনে আছে জার্সিটা গোলাপি রঙয়ের ছিল। এখানে তিনটি ম্যাচের জন্য এসেছিলাম, এক সপ্তাহের জন্য। বাংলাদেশ সর্বদাই আমার ভালো স্মৃতিতে আছে।’
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতিয়ে চলেছেন মিলার। বিপিএল শেষে পাড়ি জমাবেন পাকিস্তানে। খেলবেন পিএসএলে। পরে আইপিএল তো আছেই। ব্যস্ত সূচি থাকলেও বরিশালের হয়ে সেরাটা দিতে চান। বলেছেন, ‘আমি ১৬ বছর ধরে খেলছি। আমার নিজের খেলাটা সম্পর্কে খুব ভালো জানি। এটা নিশ্চিত করতে চাই মানসিকভাবে ভালো অবস্থানে আছি।’
কয়েকদিন পর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সাউথ আফ্রিকার মারকুটে ব্যাটার। বিয়ে নিয়ে ব্যস্ততার কারণে চলতি বিপিএলের কোনো ম্যাচ দেখা হয়নি তার। খোঁজ রেখেছেন নিয়মিতই। বলেছেন, ‘সত্যি কথা বলতে কোনো ম্যাচ দেখিনি। রেস্টে ছিলাম। দ্রুতই বিয়ে করতে চলেছি। অনেককিছুর দেখভাল করতে হচ্ছে। তবে ফোনে ক্রিকইনফোতে নজর রেখেছি। যাতে করে পয়েন্ট টেবিলের ব্যাপারে ধারণা রাখতে পারি। টিভিতে কোনো ম্যাচ দেখিনি।’







