বিপিএলে প্লে-অফ পর্বে শক্তি বাড়াতে সাউথ আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলারকে এনেছে ফরচুন বরিশাল। ঢাকায় পৌঁছে অনুশীলনও সেরেছেন প্রোটিয়া তারকা। অনুশীলনে ঝালিয়ে এসেছেন গণমাধ্যমের সামনে। ‘কিলার-মিলার’খ্যাত ব্যাটার সেখানে নিজেকে তুলনা করেছেন ‘রেড ওয়াইনের’ সাথেও।
সোমবার এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে বরিশাল। দুপুর আড়াইটায় মিরপুরে গড়াবে লড়াই। ম্যাচের আগেরদিন মিরপুর একাডেমি মাঠে অনুশীলন সেরে নিয়েছে তামিম ইকবালের দল। শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটা বলেছেন প্রোটিয়া ব্যাটার।
৩৪ বর্ষী মিলারের ক্রিকেট অভিজ্ঞতা ১৬ বছরের। ক্যারিয়ারজুড়ে রয়েছে দারুণসব সাফল্য। ব্যাট হাতে অনেক নজির গড়ার ইতিহাসও রয়েছে। নিজের খেলাটাকে তিনি এখন বেশ ভালো করে বোঝেন। বয়সের সাথে সাথে যেন আরও পরিণত, পরিপক্ব হয়ে উঠছেন। ব্যাপারটাকে মিলার তুলনা করলেন রেড ওয়াইনের সাথে। বলেছেন, ‘রেড ওয়াইন, যত পুরনো হবে, স্বাদ তত ভালো হবে।’
‘জানি না কেউ এখানে পান করে কিনা। তবে রেড ওয়াইনের ব্যাপারে তো জানেন, বয়সের সাথে সাথে এটি পরিপক্ব হয়। বয়স হলে অনেককিছু অনুধাবন করতে পারবেন, ভিন্নভাবে চিন্তা করতে পারবেন, অতীত থেকে শিক্ষা নিয়ে। অল্প বয়সে আমরা পরিণত ক্রিকেটারদের মতো ক্রিকেটকে বিশদভাবে জানি না। যত সময় যায় আমরা শিখতে থাকি এবং নিজের উন্নতি করতে থাকি।’
২০১৬ সালে বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন মিলার। পর আসা হয়নি। এবার বরিশালের জার্সিতে সেরাটা দিতে মুখিয়ে আছেন। বলেছেন, ‘কাল (সোমবার) খুব ভালো খেলে কোয়ালিফায়ারে জায়গা করে নিতে হবে। দলে যতটা সম্ভব অবদান রাখতে চাই। যেন তরুণদের থেকে শিখতে পারি, তারাও যেন আমার থেকে শিখতে পারে। ছেলেরা ভালো খেলছে, আমিও আমার ভূমিকা রাখতে চাই।’







