উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা।
বিমান বিধ্বস্তের ঘটনার ১২ দিন পর রোববার (৩ আগষ্ট) প্রথমবারের মত ক্যম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা। তবে সীমিত পরিসরে পাঠদান শুরু হবে আগামীকাল থেকে।
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পর থেকেই ক্যাম্পাসটি বন্ধ ঘোষণা করা হয়। রোববার থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হয়েছে। তবে কোনো পাঠদান বা একাডেমিক কার্যক্রম নয় বরং শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ও স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছেন বলে জানা যায়। তবে সেখানে শোকের আবহ বিদ্যমান।
ক্যাম্পাসে ফিরেই কলেজের মিলনায়তনে দোয়া মাহফিলে অংশ নেন শিক্ষার্থীরা। গত ২১শে জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা হয়।









