মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের মধ্যে আরও একজনকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছাড়পত্র পাওয়া শিক্ষার্থীর নাম হাফসা খান (১১)। সে চতুর্থ শ্রেণির ছাত্রী।
হাফসা খান ছাড়াও এর আগে মোট ২৩ জন শিক্ষার্থী ছাড়পত্র পেয়েছিল। ফলে এ নিয়ে বার্ন ইনস্টিটিউট থেকে মোট ২৪ জন শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হলো।
বর্তমানে ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন আরও ১১ জন শিক্ষার্থী, যাদের চিকিৎসা এখনও চলছে।
রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, এতে বেশ কয়েকজন শিক্ষার্থী দগ্ধ হয়। ঘটনার পর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় যারমধ্যে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয় অধিকাংশ আহতদের।









