ছাত্র-জনতার পক্ষে অভিনয়শিল্পী বা কলাকুশলীদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ভূমিকা রেখেছেন। তারা সরব ছিলেন শেখ হাসিনা সরকারের নানা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে। আবার একদল শিল্পী নীরব ভূমিকা পালন করেন। অবস্থান নিয়েছিলেন সরকারের পক্ষে। ছাত্র-জনতার আন্দোলন যখন দানা বাঁধে, তখন তারা দলীয় (আওয়ামী লীগ) ট্যাগে শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন। খুলেছিলেন ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও।
সম্প্রতি সেই গ্রুপটির কার্যক্রম কেমন ছিলো, সেসবের স্ক্রিনশট ফাঁস হয়েছে। সেই সাথে জানা গেছে, কারা কারা ছিলেন ‘আলো আসবেই’ গ্রুপটিতে। ফাঁস হওয়া স্ক্রিনশট পর্যালোচনা করে দেখা গেছে, ছাত্র-জনতার পক্ষে যেসব শিল্পী ফেসবুকে কথা বলেছেন, সেসবের স্ক্রিনশট গ্রুপটিতে শেয়ার করেছেন সদস্যরা। যাদের তালিকা করে পরে ব্যবস্থা গ্রহণের বিষয়েও গ্রুপটিতে আলোচনা হয়।
পরিচিত এই শিল্পীদের ‘আলো আসবেই’ গ্রুপে অন্য শিল্পীদের নিয়ে এমন আলোচনা সমাজের সব মহলে উদ্বেগের পাশাপাশি সমালোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে কথা বলছেন ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন জানানো শোবিজ ও সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা। তেমনি একটি স্ক্রিনশট ফাঁস হয়েছে সাদিয়া আয়মানকে নিয়ে।
ওই গ্রুপে সাদিয়া আয়মানকে নিয়ে অভিনেতা মিলন ভট্টাচার্যের একটি মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেছেন সাদিয়া নিজেই। যেখানে দেখা যায়, সাদিয়া আয়মানকে ‘তথাকথিত জনপ্রিয় অভিনেত্রী’ বলে মন্তব্য করে অরুণা বিশ্বাসকে চিনিয়ে দিচ্ছেন মিলন। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি এই অভিনেত্রী।
স্ক্রিনশটটি শেয়ার করে মিলনকে মেনশন করে ফেসবুকে সাদিয়া লিখেন, “আপনাকে ধন্যবাদ মিলন ভট্টাচার্য দাদা, মানুষের মতো দেখতে, শিল্পী নামে শয়তান বেশধারীদের কাছে আমার মতো “এই সময়ের তথাকথিত জনপ্রিয় অভিনেত্রী”কে চিনিয়েছেন, যে ভুলকে ভুল বলতে জানে, সত্যকে সত্য বলতে জানে। গ্রুপের নাম দিয়েছেন ‘আলো আসবেই’ তা বেশ ভালো, তবে আপনারা জানেন আপনাদের নিজেদের জীবনে, মস্তিষ্কে সত্যিকারের আলোর যে ভীষণ প্রয়োজন?”
সাদিয়ার এই পোস্টেই মন্তব্য করে ক্ষমা চেয়েছেন মিলন। সেদিনের ঘটনার জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন,“আমি খুবই দুঃখিত। যদি সম্ভব হয়, ক্ষমা করে দিও। আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না। আমি এভাবে বিষয়টা বোঝাতে চাইনি। এটা একটা কথার সিরিয়ালে আসছে। যাই হোক, আমি লজ্জিত এমন শব্দ ব্যবহারের জন্য।”
মিলন আরও বলেন,“আমি তোমার বিরুদ্ধের কেউ নই, বিশ্বাস করো। দুঃখিত, সে সময়ে দেশের অস্থির পরিস্থিতির জন্য। কি যে কথা বলেছি, সত্যিই বলছি- মাথা ঠিক ছিল না। বিশ্বাস করো, আমি চাই তুমি বিষয়টা বুঝো, আমি তোমার বিরুদ্ধে নই।”
মন্তব্যের ঘরে এসে ক্ষমা চাইলেও আর জবাব দিতে দেখা যায়নি সাদিয়াকে। তবে মিলনের এমন মন্তব্য নিয়ে বহু নেটিজেন কড়া উত্তর দিয়েছেন। কেউ আবার করেছেন তাচ্ছিল্য। মিলনকে উদ্দেশ্য করে একজন লিখেছেন, নাটক কম করো পিও!









