সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২ ডিসেম্বর বাদ জোহর অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার আব্দুল কাইউম সরদার, আইকিউএসি’র পরিচালক ড. মো. মোশাররফ হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আশ্রাফ আলী খানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, কল্যাণ ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিল শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানানো হয়।









