কয়েকদিন আগেই সালমান খান তার ঘনিষ্ঠ বন্ধু এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে হারিয়েছেন। জানা গিয়েছে বাবা সিদ্দিকীর মৃত্যুর দায় বিষ্ণোই গ্যাং নিয়েছে। এরপর থেকে বিষ্ণোই গ্যাং তরফ থেকে সালমানকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বারবার। বলিউডের অনেক তারকাই সালমানের খুব ঘনিষ্ঠ হলেও এ প্রসঙ্গে চুপ করে আছেন। তবে সালমানের সমর্থনে এগিয়ে এলেন মিকা সিং।
সালমান খান ও মিকা সিংয়ের বন্ধুত্ব সবার জানা। মিকা তার জাদুকরী কণ্ঠ দিয়ে ‘জুম্মে কি রাত’, ‘ধিনকা চিকার মতো হিট গান গিয়েছেন সালমানের ছবিতে। সালমান এখন বিপদে পড়েছেন। তাই সত্যিকারের বন্ধুর মতো তাকে সমর্থন করতে এগিয়ে এসেছেন মিকা। সম্প্রতি তিনি একটি মিউজিক কনসার্টে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি সালমান খানের পাশে থাকার কথা জানিয়েছেন।
ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে মিকা প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে ‘শুট অ্যাট লোখান্ডওয়ালা’ ফিল্ম থেকে তার জনপ্রিয় গান ‘এ গণপত’-এর কিছু লাইন সালমানকে উৎসর্গ করেছেন। তাকে গাইতে শোনা গেছে, ‘ভাই হু ম্যায় ভাই তু ফিকার না কার..’ ।
সালমানের এই বিপদে তার পাশে থাকায় নেটিজেনরা মিকা সিং-এর প্রশংসা করছেন। অনেকেই লিখেছেন, ‘প্রকৃত বন্ধু।’ কেউ কেউ আবার শাহরুখের নীরবতাকে টেনেও কথা বলেছেন।
বারবার খুনের হুমকি আসতে থাকায় সালমানের নিরাপত্তা আরও বাড়ানো করা হয়েছে। বিগ বস সিজন ১৮ এর শুটিং সেটেও বেশ কিছু নিয়ম তৈরি করা হয়েছে, যেমন আধার কার্ড যাচাইয়ের পরেই প্রবেশ এবং শুটিং শেষ না হওয়া পর্যন্ত সমস্ত ক্রু, সদস্যদের সাইটে থাকতে বলা হয়েছে। পাশাপাশি সেটে ৬০ জনের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস









