প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা ইউনিট ৮২০০-এর অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে। এই ইউনিট ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নজরদারির জন্য কোম্পানির ক্লাউড প্রযুক্তি ব্যবহার করছিল।
বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইউনিট ৮২০০ পশ্চিম তীর ও গাজা উপত্যকার লাখো ফিলিস্তিনির ফোন কল গোপনে রেকর্ড, সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করছিল। প্রতিদিন প্রায় প্রতি ঘণ্টায় এক মিলিয়ন কল সংগ্রহের ক্ষমতা সম্পন্ন এই নজরদারি প্রকল্পে ৮ হাজার টেরাবাইট পর্যন্ত তথ্য নেদারল্যান্ডসে অবস্থিত একটি ডেটা সেন্টারে রাখা হতো।
২০২১ সালে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলার সঙ্গে ইউনিট ৮২০০-এর তৎকালীন প্রধান ইয়োসি সারিয়েলের বৈঠকের পর এই প্রকল্প শুরু হয়। এরপর থেকে তিন বছর ধরে ইসরায়েলি সেনাদের এই নজরদারি কার্যক্রমে অ্যাজিউরের সীমাহীন স্টোরেজ ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছিল। যদিও প্রকল্পের প্রাথমিক লক্ষ্য ছিল পশ্চিম তীরের প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির ওপর নজরদারি, পরে গাজায় বিমান হামলার লক্ষ্য নির্ধারণেও এটি ব্যবহৃত হয়েছে বলে গোয়েন্দা সূত্র জানায়।
মাইক্রোসফটের ভাইস-চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ বৃহস্পতিবার এক ইমেইলে কর্মীদের জানান, আমরা কখনোই বেসামরিক জনগণের ওপর গণ নজরদারি সহজ করতে প্রযুক্তি সরবরাহ করি না। আমরা বিশ্বের প্রতিটি দেশেই এই নীতিতে অবিচল থেকেছি। আমাদের তদন্ত এখনও চলছে, তবে প্রাথমিক পর্যায়ে আমরা গার্ডিয়ানের প্রতিবেদনের উপাদানগুলোর সমর্থনে প্রমাণ পেয়েছি।









