দেশের বিভিন্ন স্থানে মাইক্রোবাসে যাত্রী তুলে অভিনব কায়দায় প্রতারণা চালাচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র—এমন অভিযোগের ভিত্তিতে সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ।
আজ (৪ জুন) বুধবার এক বিজ্ঞপ্তিতে পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, প্রতারকরা মাইক্রোবাসে যাত্রী তুলে নির্জন স্থানে নিয়ে গিয়ে জিম্মি করছে, এরপর টাকা-পয়সা ছিনিয়ে নিচ্ছে এবং অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের কাছ থেকে বিকাশে অর্থ আদায় করছে।
এই ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে সাধারণ যাত্রীদের উদ্দেশে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে:
- পথিমধ্যে অপরিচিত মাইক্রোবাস বা যেকোনো অচেনা যানবাহনে না ওঠা
- অপরিচিত কারো কাছ থেকে কোনো খাবার না গ্রহণ করা
- অজ্ঞান পার্টি, মলম পার্টির মতো প্রতারকচক্র সম্পর্কে সচেতন থাকা
- একাকী ভ্রমণের সময় নিজের অবস্থান ও গন্তব্য পরিবার বা নিকটজনকে জানিয়ে রাখা
- আশপাশের যাত্রীদের প্রতি সজাগ দৃষ্টি রাখা, সন্দেহ হলে নিকটস্থ থানায় যোগাযোগ বা ৯৯৯-এ ফোন করার অনুরোধ
বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পিআর শাখার এআইজি ইনামুল হক সাগর পিপিএম-সেবা জানান, সংঘবদ্ধ প্রতারকচক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এই ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং জনগণের সহযোগিতায় দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই ধরনের অপরাধ প্রতিরোধে সচেতনতা ও ব্যক্তিগত সতর্কতা সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।









