ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোয় উঠেছে বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ইন্টার মিয়ামি ও তার সাবেক ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন। নকআউটের লড়াইয়ে ষোলোর মঞ্চে দেখাও হচ্ছে মেসির বর্তমান ও সাবেক দুই ক্লাবের। সেখানে পিএসজিকে ছেড়ে কথা বলবে না মিয়ামি, জানিয়েছেন জর্ডি আলবা।
মঙ্গলবার সকালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে দুই গোলে এগিয়ে ছিল মিয়ামি। গোল দুটি করেন তাদেও আলেন্দে এবং লুইস সুয়ারেজ। ম্যাচের শেষদিকে দুটি গোল শোধ করে দেয় পালমেইরাস। ড্র করে মাঠ ছাড়ে মিয়ামি। গ্রুপ রানার্সআপ হওয়ায় পিএসজির সাথে দেখা হচ্ছে মিয়ামির।
পিএসজির বিপক্ষে খেলা নিয়ে রাইটব্যাক জর্ডি আলবা জানিয়েছেন, ‘দল নিয়ে আমি গর্বিত, এখন আমরা পিএসজির মতো সেরা দলের বিপক্ষে প্রতিযোগিতা করতে চলেছি। এটা ভালো। আমার মতে, তারা ইউরোপের সেরা খেলাটা খেলছে এবং অবশ্যই কঠিন একটি ম্যাচ হতে চলেছে। কিন্তু আমরাও তাদের ছেড়ে কথা বলব না।’
‘ইউরোপীয় চ্যাম্পিয়নকে হারানোর স্বপ্ন কেন দেখব না? এটা খুব কঠিন হবে। আমরা সকল খেলোয়াড়ের মান জানি এবং আমার কাছে লুইস এনরিক বিশ্বের সেরা কোচ। আমি তাকে খুব ভালো করে চিনি।’
আলবা আরও বলেন, ‘এটা ফুটবল আর ৯০ মিনিটের একটু বেশি খেলা হয়। তাই স্বপ্ন দেখা যাবে না কেন? পিএসজির যারা সেরা ফুটবল খেলছে। সামগ্রিকভাবে, আমার কাছে তারা পূর্ণ দল। দেখা যাক আমরা কতদূর যেতে পারি এবং প্রতিযোগিতা করার চেষ্টা করি।’
অন্য ম্যাচে সিয়াটেল সাউন্ডার্সের বিপক্ষে ২-০ গোলে জিতেছে পিএসজি। পোর্তো ও আল আহলি ৪-৪ গোলে ড্র করেছে এবং অ্যাটলেটিকো মাদ্রিদ ১-০ গোলে জিতেছে বোতাফোগোর বিপক্ষে।









