কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে প্রথম লেগের খেলা ছিল বিশ্বজয়ী লিওনেল মেসির ইন্টার মিয়ামি ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এফসির। ভ্যাঙ্কুভারের মাঠে ২-০ গোলে হেরে গেছে মিয়ামি। প্রথমার্ধে ব্যবধান এক গোল থাকার পর দ্বিতীয়ার্ধের শেষদিকে দ্বিগুণ করে ভ্যাঙ্কুভার।
সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকা ভ্যাঙ্কুভারের হয়ে একটি করে গোল করেন ব্রায়ান হোয়াইট এবং সেবাস্তিয়ান বারহাল্টার। ২৪ মিনিটে প্রথমে গোলের খাতা খোলেন হোয়াইট। ৮৫ মিনিটে দ্বিগুণ করেন বারহাল্টার।
ভ্যাঙ্কুভারের বিপক্ষে প্রথম থেকেই মাঠে ছিলেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। দলের গোলের খাতা খুলতে পারেননি তিনি। সমতা ফেরানোর চেষ্টায় দ্বিতীয়ার্ধের শেষদিকে আরও এক গোল হজম করে বসে মিয়ামি।
প্রথম লেগে ভ্যাঙ্কুভারের মাঠের পর দ্বিতীয় লেগে খেলা হবে ইন্টার মিয়ামির মাঠে। আগামী মে মাসের ১ তারিখ ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে দুই গোলে পিছিয়ে থেকে দ্বিতীয় লেগের ম্যাচে নামবেন মেসিরা।









