ইন্টার মিয়ামির হয়ে শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামলেও গোল পাননি। শেষ মুহূর্তে লিওনার্দো কাম্পানার গোলে জয় তোলে টাটা মার্টিনোর দল। টরন্টো এফসির বিপক্ষে জয়ে দারুণ মাইলফলকের সামনে মেসি বাহিনী।
টরন্টো এফসির ঘরে মাঠ কানাডার বিএমও ফিল্ডে রোববার সকালে ১-০তে জয় পেয়েছে ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারে মিয়ামির পয়েন্ট হয়েছে ৩৩ ম্যাচে ৭১। আগেই প্লে-অফ আর সাপোর্টার্স শিল্ডের শিরোপা নিশ্চিত করেছে তারা।
মেজর লিগ সকারের নিয়মিত মৌসুম শেষ হতে বাকি আর এক ম্যাচ। এমএলএসের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড ছুঁতে এই এক ম্যাচ থেকে মিয়ামির প্রয়োজন ২ পয়েন্ট। অর্থাৎ, রেকর্ড ছুঁতে ম্যাচটি জিততেই হবে।
২০২১ সালে ৭৩ পয়েন্ট নিয়ে এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ডটি নিউ ইংল্যান্ড দলের। তাদের বিপক্ষেই ১৯ অক্টোবর শেষ ম্যাচে ঘরের মাঠে খেলবে মিয়ামি।








