লিওনেল মেসির মতো বিশ্বমানের মহাতারকা ফুটবলারের জন্য প্রস্তুত নয় ইন্টার মিয়ামি। এমন বিস্ফোরক মন্তব্য করেছিলেন ক্লাবটির গোলরক্ষক নিক মার্সম্যান। এলএম টেনের ট্রান্সফার নিয়ে এমন মন্তব্যের কয়েক সপ্তাহের মধ্যেই ডাচ ফুটবলারের সঙ্গে চুক্তি বাতিল করেছে মিয়ামি।
মার্সম্যান এক সাক্ষাৎকারে মেসিকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করেননি। শুধু বলেছিলেন, মেসির মতো একজন মহাতারকাকে দলে ভেড়ানোর মতো অবকাঠামো এখনও মিয়ামির হয়নি। আর এটিকেই হয়তো যুক্তরাষ্ট্রের ক্লাবটি ভালোভাবে নিতে পারেনি।
সাক্ষাৎকারে মার্সম্যান বলেছিলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ক্লাবটি মেসির আগমনের জন্য প্রস্তুত নয়। আমাদের স্টেডিয়ামটি অস্থায়ী। যেকোনো সময় মানুষ মাঠে চলে আসতে পারে। সেখানে কোনো গেট নেই। আমরাও নিরাপত্তা ছাড়া স্টেডিয়াম থেকে বের হই। আমার মনে হয় মিয়ামি এখনও প্রস্তুত নয়। কিন্তু আমি আশা করি মেসি আসবে।’
ক্লাবের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার পর চুক্তির মেয়াদ শেষ না হতেই মার্সম্যানকে বিদায় করে ছাড়ল মিয়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে সব মিলিয়ে ২৯টি ম্যাচ খেলেছেন তিনি। ৩২ বর্ষী এ ফুটবলার আপাতত ক্লাবহীনই থাকছেন।







