কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে সবশেষ দুই ম্যাচে মাঠে দেখা যায়নি বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে। তাকে ছাড়া টানা দুই ম্যাচ জিতেছে ইন্টার মিয়ামি। মেসির না থাকা নিয়ে কথা বলেছেন কোচ হাভিয়ের মাশ্চেরানো।
জ্যামাইকান ক্লাব কাভালিয়ারের বিপক্ষে জয়ের পর মেসির দলে না থাকা নিয়ে মাশ্চেরানো জানিয়েছেন, ‘মেসির কোনো চোট নেই। তাকে পাওয়া যাবে ম্যাচে, দলের অন্য খেলোয়াড়দের সক্রিয় করতে ম্যাচে নামানো হয়নি। দল এমুহুর্তে বেশ ব্যস্ত সফর ও সময়সূচি পার করছে। ১১ দিনের মধ্যে ইন্টার মিয়ামির চারটি ম্যাচ রয়েছে।’
মাশ্চেরানো বলছেন, ‘যখন মেসি থাকে না, তখন আমরা তার অভাব অনুভব করি। আমার মনে হয় বিশ্বের যেকোনো দলে মেসি না থাকলে তারা সেটা অনুভব করতে পারবে।’
মেসিকে ছাড়াই গ্রুপপর্ব পার করে শেষ ষোলোর প্রথম লেগে জিতেছে ইন্টার মিয়ামি। রোববার মেজর লিগ সকারের দলটি লিগে মুখোমুখি হবে শার্লোট এফসির। এরপর দ্বিতীয় লেগ খেলার জন্য কিংস্টনের পথে রওনা করবে দলটি।









