টানা তিন ম্যাচ জয়ের পর হারের মুখ দেখেছে ইন্টার মিয়ামি। এক-দুই নয়, হালি গোলে পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে হাভিয়ের মাশ্চেরানোর দল। অরল্যান্ডো সিটির সাথে ৪-১এ হেরেছে তারা। চোটে থাকা লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল মিয়ামি।
মেজর লিগ সকারে (এমএলএস) সোমবার সকালে অরল্যান্ডো সিটির মাঠে মুখোমুখি হয়েছিল দুদল। মাসের শুরুতে লিগস কাপে নেকাক্সার বিপক্ষে চোটে পড়েছেন মেসি। ম্যাচের আগে কোচ জানিয়েছেন, মেসি থাকছেন না। মেসিবিহীন ম্যাচে ছন্দে ছিল না মিয়ামিও।
ম্যাচের দ্বিতীয় মিনিটে পিছিয়ে পড়ে মিয়ামি। লুইস মুরিয়েলের শটে বল মিয়ামির গোললাইন পার হলে ১-০তে পিছিয়ে পড়ে দলটি। গোল পেতে দেরি হয়নি সফরকারীদেরও। ম্যাচের পঞ্চম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ইয়ানিক ব্রাইটের ডান পায়ের শট গোলবারের কোণাকুণি ঘেঁষে জালে গেলে ১-১ সমতায় ফেরে মিয়ামি। প্রথমার্ধে আর কোন গোল না আসলেও বেশকিছু ফাউল করে দুদল। হলুদ কার্ড দেখতে হয় দুদলের খেলোয়াড়দেরই।
সমতায় থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে ম্যাচে আর ফেরা হয়নি মিয়ামির। বিরতি থেকে ফিরে পাঁচ মিনিট পর আবারও সেই মুরিয়েলের গোলে ২-১ করে অরল্যান্ডো। আট মিনিট পর ব্যবধান বাড়ান অরল্যান্ডোর মার্টিন ওজেদা। ৩-১এ পিছিয়ে থাকা ম্যাচে বারবার ফেরার চেষ্টা করে ফিরে আসতে পারেনি ডি পল-সুয়ারেজরা। ৮৮ মিনিটে মার্কো প্যাসালিচের বাঁ-পায়ের শটে স্কোরবোর্ডে চতুর্থ গোল যোগ করে মিয়ামির বড় হার নিশ্চিত করে অরল্যান্ডো।
হারে মেজর লিগে বাকি দলের থেকে ৩ ম্যাচ কম খেলে ২৩ ম্যাচে ১২ জয়ে ৬ ড্র ও ৫ হার নিয়ে পয়েন্ট টেবিলে ছয়ে অবস্থান করছে মিয়ামি। শনিবার এলএ গ্যালাক্সির বিপক্ষে লিগের ম্যাচে লড়বে তারা। সেটির তিনদিন পর লিগস কাপের কোয়ার্টার ফাইনালে টাইগ্রেস ইউএএনএলের মুখোমুখি হবে ক্লাবটি।









