আইপিএলের চলতি মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে সবার আগে বিদায় নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে ভারতের তারকা ওপেনার রোহিত শর্মাকে ছাড়াই ফিল্ডিংয়ে নামে হার্দিক পান্ডিয়ার দল। যা নিয়ে শুরু হয় নানা আলোচনা। তবে ম্যাচ শেষে জানা গেল শুরুর একাদশে রোহিতের না থাকার কারণ।
ম্যাচে রোহিত ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে নেমে ১২ বলে ১১ রান করেছিলেন। তার ফিল্ডিং না করা প্রসঙ্গে ম্যাচ শেষে মুম্বাইয়ের লেগব্রেক বোলার পীযূষ চাওলা বলেছেন, পিঠে হালকা ব্যাথা অনুভব করার কারণেই শুরুর একাদশে ছিলেন না টপ অর্ডার এ ব্যাটার।
‘অনেক সময় গর্ব এবং সুনামের জন্য মাঝে মাঝে আপনাকে মাঠে নামতে হয়। ওই সময় কিন্তু আসলে ভাবার কোনো সুযোগ থাকে না যে, আপনি যোগ্যতা অর্জন করতে যাচ্ছেন নাকি সেটি খোয়াতে যাচ্ছেন। আপনাকে আপনার নামের মর্যাদা রক্ষার জন্য খেলতে হবে এবং আমরা সেটাই করি।’
ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে কলকাতা নাইট রাইডার্স। শুরুর ব্যর্থতা কাটিয়ে ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৯ রান তোলে কেকেআর। জবাবে ১৮.৫ ওভারে ১৪৫ রানে গুটিয়ে যায় মুম্বাই। তাতে পান্ডিয়াদের ২৪ রানে হারিয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান পাকাপোক্ত করে প্লে-অফের আরও কাছে পৌঁছে গেল শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি।









