“ফ্রেশ অনন্যা’ নামে এক স্যানিটারি ন্যাপকিন বাজারে নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। এক উদ্বোধনী অনুষ্ঠানে স্যানিটারি ন্যাপকিনটি বাজারে আনার ঘোষণা দেয়া হয়।
শনিবার (জুন ১০) ঢাকায় এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হেলথ অ্যান্ড হাইজিন ক্যাটাগরি-তে “ফ্রেশ অনন্যা’ স্যানিটারি ন্যাপকিন বাজারে আনা হয়।
উক্ত অনুষ্ঠানে এমজিআই-এর সম্মানিত ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন এমজিআই-এর সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মোঃ মহিউদ্দিন এবং জিএম (সেলস) মোঃ ইয়াছিন মোল্লা।
পিরিয়ড কালীন কমফোর্টে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন দিচ্ছে, বাংলাদেশে এই প্রথম এডিএল ও এয়ারলেইড পেপার-এর ডাবল সুরক্ষা, যা নিশ্চিত করে সর্বোচ্চ শোষণক্ষমতা ও ড্রাইনেস।
এছাড়াও, ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন সম্পূর্ণ ইউডি স্টেরিলাইজড হওয়ায় থাকেনা ব্যাকটেরিয়া সংক্রমণের ভয়। এর ওড়োর কন্ট্রোল টেকনোলজি বাজে স্মেল থেকে রাখে স্বস্তিতে। আর কটনি সফট টপ লেয়ার দেয় পরিপূর্ণ কমফোর্ট ও ড্রাইনেস।








