ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার ৭ জুন চলছে না মেট্রোরেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গত মঙ্গলবার ৩ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসক) এ কে এম খায়রুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। আগামী রোববার ৮ জুন সকাল ৮টা থেকে ৩০ মিনিট হেডওয়ে অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।
এছাড়া আগামী সোমবার ৯ জুন থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল যথারীতি চলাচল করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঈদুল আজহা উপলক্ষে গত বৃহস্পতিবার ৫ জুন থেকে শুরু হয়েছে টানা ১০ দিনের সরকারি ছুটি। এ ছুটি প্রযোজ্য হয়েছে সচিবালয়সহ সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে।









