দেশের বিভিন্ন অঞ্চল থেকে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে রাজধানী মুখী হয়েছে মানুষ। সোহরাওয়ার্দী উদ্যানে মূল কর্মসূচিতে অংশ নিতে বাস কিংবা মিনি ট্রাকের পাশাপাশি মেট্রোরেলেও ভিড় বেড়েছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে মেট্রোরেলের প্রতিটি স্টেশনে শাহবাগমুখী যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। যাত্রীদের বেশিরভাগই যোগদান করবেন মার্চ ফর গাজার কর্মসূচিতে।
শনিবার সকাল থেকেই বাসে, ট্রেনে লঞ্চে, মেট্রোরেলে এমনকি পায়ে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন মার্চ ফর গাজায় অংশ নিতে আসা লোকজন। এছাড়া বিভিন্ন মাধ্যমে শাহবাগ-সোহরাওয়ার্দীতে আসছে জনতা।









