উপকূলে ঝড়, বৃষ্টি, জোয়ার আর জলোচ্ছ্বাসের তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় ‘রেমাল’ দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। তবে এর প্রভাবে রাজধানীজুড়ে বেড়েছে বৃষ্টি এবং ঝড়ো বাতাস।
সোমবার ২৭ মে দুপুরে ‘রেমাল’ ঢাকা অতিক্রমের বিষয়ে জানতে আবহাওয়া অফিসে যোগাযোগ করা হলে জানানো হয়, প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ এখন দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
আবহাওয়া অফিস জানায, এর প্রভাবে আজ সারা দিন রাজধানী ও এর আশপাশে থেমে থেমে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হবে। এর বাইরে আর তেমন প্রভাব পড়বে না রাজধানী ও এর আশপাশে।
এর আগে সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সাক্ষরিত সর্বশেষ ও ১৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে।

ব্যাপক তাণ্ডব চালিয়ে উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রেমাল। সারাদেশ থেকে পাঠানো প্রতিনিধিদের তথ্য মতে, রেমাল এর তাণ্ডবে এ পর্যন্ত ১০ জন মারা গেছে।
এছাড়া এর প্রভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে। এর তাণ্ডবের মধ্যে ক্ষয়ক্ষতি এড়াতে দেশের উপকূলীয় এলাকার এক কোটি ৫৫ লাখ গ্রাহকের সংযোগ বন্ধ রেখেছে পল্লী বিদ্যুৎ সমিতি।
এছাড়াও ঘূর্ণিঝড় রেমালে ক্ষয়ক্ষতির কারণে ৯ জেলার ১৯ উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই উপজেলাগুলোতে আগামী ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।









