বছর দুয়েক আগে ইউরোপ ছেড়েছেন লিওনেল মেসি। পিএসজি থেকে পাড়ি জমিয়ে এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে আছেন। সবশেষ দুই মৌসুমে নিজে ফিফা দ্য বেস্টের মনোনয়নের বাইরে থাকলেও আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ভোট দিয়েছেন। দেখে নেয়া যাক কে পেয়েছেন মেসির ভোট।
কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার রাতে জমকালো আয়োজনে বর্ষসেরাদের হাতে পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে গত সেপ্টেম্বরে ক্যারিয়ারে প্রথম ব্যালন ডি’অর জিতেছেন উসমানে ডেম্বেলে। ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতেছেন ২৮ বর্ষী ফ্রান্স তারকা।
এদিকে মিকেল আর্তেতা, হ্যান্সি ফ্লিক ও আর্নে স্লটের মতো কোচদের পেছনে ফেলে ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন পিএসজির লুইস এনরিকে। ফরাসি ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগ এনে দেয়ার কারিগর ৫৫ বর্ষী স্প্যানিয়ার্ড কোচ।
মেসিরও পছন্দের তালিকায় শীর্ষে ছিলেন ডেম্বেলে ও এনরিকে। সেরা খেলোয়াড় বাছাইয়ের জন্য দেয়া ভোটে ডেম্বেলেকে শীর্ষে রেখেছিলেন মেসি। এরপর রেখেছিলেন পিএসজিতে সাবেক সতীর্থ কাইলিয়ান এমবাপের নাম। আর বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালকে তিনে রেখেছিলেন ৩৮ বর্ষী মেসি।
কোচদের মধ্যেও মেসির ভোটের প্রথম নামটি ছিল লুইস এনরিকের। পরের দুই নাম যথাক্রমে বার্সার হ্যান্সি ফ্লিক ও আর্সেনালের মিকেল আর্তেতা।









