আর্জেন্টিনার খেলোয়াড়দের ‘বর্ণবাদী এবং বৈষম্যমূলক’ গান এনজো ফের্নান্দেজ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। এ ঘটনায় অধিনায়ক লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ক্ষমা চাইতে বলেন দেশটির এক ক্রীড়া কর্মকর্তা। এমন মন্তব্যের জেরে তাকে বরখাস্ত করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
বরখাস্ত হওয়া আর্জেন্টিনার ক্রীড়া উপসচিব জুলিও গ্যারো বলেছিলেন, জাতীয় দলের অধিনায়ককেও এ ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। এএফএ সভাপতির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমি মনে করি এমনটা করাই যথোপযুক্ত। এ ঘটনা আমাদের গৌরবান্বিত দেশকে খারাপ অবস্থায় ফেলেছে।
জুলিও গ্যারোর এমন মন্তব্য আর্জেন্টিনার প্রেসিডেন্ট। দেশটির সরকারের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে গ্যারোকে বরখাস্তের আদেশ জানানো হয়। এক্স অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘রাষ্ট্রপতির অফিস জানাচ্ছে, আর্জেন্টিনার জাতীয় দল, বিশ্ব চ্যাম্পিয়ন এবং আমেরিকার দুইবারের চ্যাম্পিয়ন বা অন্য কোনো নাগরিককে কী মন্তব্য করতে হবে, কী ভাবতে হবে বা কী করতে হবে তা কোনো সরকারই বলতে পারে না। এ কারণে, জুলিও গ্যারো জাতির ক্রীড়া উপসচিব পদে আর থাকছেন না।’
বরখাস্ত হওয়ার পর এক্সে করা পোস্টে গ্যারো লিখেছেন, ‘আমার কথা যদি কাউকে আঘাত করে, তাহলে দুঃখিত। এটা আমার উদ্দেশ্য ছিল না। তবে আমি সব সময়ই যেকোনো ধরনের বর্ণবাদের বিরুদ্ধে থাকব।’
কোপা আমেরিকার ফাইনালের পর আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায় ফ্রান্স দলে থাকা আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে আর্জেন্টিনার ফুটবলাররা গান গাইছে।
গানের কথাগুলো ছিল এমন- ‘তারা ফ্রান্সের হয়ে খেলে, কিন্তু তাদের বাবা-মা অ্যাঙ্গোলা থেকে এসেছে। তাদের মা ক্যামেরুন থেকে, তাদের বাবা নাইজেরিয়া থেকে এসেছে। কিন্তু তাদের পাসপোর্টে ফরাসি লেখা আছে।’









