প্যারাগুয়ের বিপক্ষে শনিবারের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ। সেই ম্যাচের মধ্যে দিয়েই অবসর নিয়েছেন ৩৭ বর্ষী ফরোয়ার্ড। গোলশূন্য ড্রয়ের ম্যাচ শেষে আবেগি সুয়ারেজ ভেঙে পড়েন কান্নায়। ম্যাচে ফল ছাপিয়ে সবার চোখ ছিল সুয়ারেজের ওপর। বিদায় জানাতে অনেকেই আসেন মাঠে। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভিডিও বার্তায় শুভকামনা জানান বন্ধু মেসিও।
সুয়ারেজের এই বিদায়ী অনুষ্ঠানে সবচেয়ে বড় চমক ছিল বন্ধু লিওনেল মেসির আবেগপ্রবণ বার্তা। রেকর্ড করা ভিডিওতে মেসি বলেছেন, ‘বিশেষ এই দিনে আমি তোমার জন্য এই ভিডিও রেকর্ড করেছি। এটা তোমার, তোমার পরিবারের, উরুগুয়ের এবং সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য উল্লেখযোগ্য এবং বিশেষ একটি দিন। তুমি জাতীয় দলকে এবং দেশকে যা দিয়েছ, সে জন্যও এটি উল্লেখযোগ্য।’
‘আমি জানি এই সিদ্ধান্ত নেয়া কতটা কঠিন। কারণ, উরুগুয়ের জন্য খেলাটা তোমার কাছে কী অর্থ বহন করে, সেটা আমি জানি। আমি আশা করব, যে শ্রদ্ধার্ঘ্য তোমাকে দেয়া হচ্ছে, তা তুমি উপভোগ করবে। আমি যা বললাম, তুমি তার চেয়েও বেশি যোগ্য। কারণ, শেষ মুহূর্ত পর্যন্ত তুমি সবকিছু উজাড় করে দিয়েছ। আজ যারা সেখানে উপস্থিত আছে, তুমি তাদের জন্য বিশাল এক উত্তরাধিকার রেখে যাচ্ছ।’
১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে উরুগুয়ের শীর্ষ গোলদাতা হয়ে বিদায় নিচ্ছেন সুয়ারেজ। এপর্যন্ত ১৪২ ম্যাচে তার গোল ৬৯টি।
ক্লাব ফুটবলে স্প্যানিশ লা লিগার ক্লাব বার্সেলোনাতে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের সঙ্গে জুটি গড়ে খেলেছেন বহুদিন। তার আগে ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে। বর্তমানে মেসির সঙ্গে যুক্তরাষ্ট্রের মেজর সকারের ক্লাব ইন্টার মিয়ামির আছেন উরুগুয়ের হয়ে চার বিশ্বকাপে অংশ নেয়া তারকা।









