ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী তারকা রদ্রি সম্প্রতি ব্যালন ডি’অর জিতেছেন। এরপর সর্বকালের সেরা প্রসঙ্গে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে তুলনার প্রশ্ন স্বাভাবিকভাবেই এসেছে তার কাছে। বিশ্বজয়ী মেসিকে এগিয়ে রেখেছেন তিনি। পরিশ্রমী রোনালদোর কথাও বলেছেন।
স্প্যানিশ সংবাদ মাধ্যমে ইউরোজয়ী রদ্রি বলেছেন, ‘কোনো সন্দেহ নেই, লিওনেল মেসি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সহজাত প্রতিভা ছাড়াই মেসির সঙ্গে নিজেকে মেলাতে পেরেছেন রোনালদো। তবে আমরা যারা তাদের বিপক্ষে খেলেছি, পার্থক্যটা আমরা করতে পারি। আমরা কেউই চাই না রোনালদো বল নিয়ে বক্সে ঢুকুক, কারণ তিনি বেশ ক্ষুরধার। কিন্তু মেসি, তিনি মাঠের সব জায়গাতেই বিপজ্জনক।’
‘যখন মেসি বল পায়, আপনি ভাববেন- ‘ওহ বিপদ’। আমি যখন প্রথম তার বিরুদ্ধে খেলা শুরু করি, তার কাছ থেকে বল নেয়ার চেষ্টা করি, তিনি আমাকে ফাঁকি দিয়েছিলেন। তখন আমার মনে হয়েছিল যে, খারাপ কিছু ঘটতে চলেছে।’
‘ব্যালন ডি’অর আমার মতে স্পেন ফুটবল ইতিহাসের সেরা মুহূর্তগুলোর একটি। গোল্ডেন বল আমাদের কাছে একটি আগ্রহের বস্তু ছিল মাত্র। স্পেনের ওই সোনালী প্রজন্মের কারও সেই পুরস্কার না পাওয়া অন্যায্য এবং আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম।’
অবশ্য গত আগস্টে সর্বকালের সেরা প্রশ্নে মেসি-রোনালদো কারো নাম বলেননি রদ্রি। সেসময় ক্লাব সতীর্থ কেভিন ডি ব্রুইনের নাম বলেছিলেন। ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার আগে ভিয়ারিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদে দুই মহাতারকার বিপক্ষে খেলেছেন স্পেনিয়ার্ড তারকা রদ্রি।









