লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো সেরা সেই বিতর্কের পালে আবারও হাওয়া লেগেছে। এ বিতর্কে মেসিকেই এগিয়ে রাখছেন তার বার্সেলোনার সাবেক সতীর্থ জেরার্ড পিকে। গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে এই স্প্যানিয়ার্ড বলেছেন মেসিই নাম্বার ওয়ান।
‘এটা সত্য যে গত দশকে তাদের দুজনের মধ্যে যে লড়াইটি চলছিল তা বেশ আকষণীয়, কারণ অবিশ্বাস্যভাবে তারা উভয়ই ভাল করেছিলেন। প্রতিভার বিচারে আমি মেসিকে এক নম্বরে রাখব।’
‘এটা সত্য যে রোনালদো সেরা হওয়ার জন্য চেষ্টা ও পরিশ্রমের কমতি রাখেননি। কিন্তু আপনি যদি উভয়ের ক্যারিয়ার দেখেন, অবশ্যই মেসি এগিয়ে। তার বয়স ৩৫ হলেও বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সেটাই সে বিশ্বকাপে করে দেখিয়েছে।’ দুজনের তুলনা এভাবে করছেন স্প্যানিশ ডিফেন্ডার।
২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর চ্যাম্পিয়ন করেছেন মেসি। বিশ্বকাপ জয়ের মাধ্যমে সব বিতর্ক ছাড়িয়ে গেছেন মনে করেন মেসির সমালোচক ও সমর্থকরা।
অন্যদিকে, ঘোষণা না দিলেও কাতার বিশ্বকাপ ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে তারা অ্যাটলাস লায়ন মরক্কোর কাছে হেরে বিদায় নেয়।
সম্প্রতি গণমাধ্যমের খবর ছিল, কোপা আমেরিকা জিতে মেসি বার্সাতেই থাকতে চেয়েছিলেন। কিন্তু বার্সা ছাড়ার পেছনে কলকাঠি নেড়েছিলেন পিকে। এরপরেই এমন মন্তব্য এলো বিশ্বকাপজয়ী স্প্যানিয়ার্ডের পক্ষ থেকে।







