ইউরোপীয় ফুটবলে দাপট দেখিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ক্যারিয়ার জুড়ে দুজনই ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী। ইউরোপ ছেড়ে সম্প্রতি ভিন্ন দুই মহাদেশে পাড়ি দিয়েছেন দুই কিংবদন্তি। তাতেও থেমে নেই ‘কে বিশ্বসেরা’ এমন আলোচনা। জার্মানির তারকা ফুটবলার থমাস মুলারের চোখে অবশ্য বিশ্বসেরা আর্জেন্টাইন কিংবদন্তি। বলেছেন, ‘রোনালদো নয়, মেসি বিশ্বসেরা।’
সম্প্রতি জার্মানির একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় এমনটাই জানিয়েছেন মুলার। মেসি ও রোনালদোর মাঝে বিশ্বসেরা ফুটবলারকে বেছে নিতে বলা হয়েছিল জার্মান তারকাকে। তিনি তখন মেসিকেই বেছে নেন। এর ব্যাখ্যাও অবশ্য দিয়েছেন তিনি।
‘আমার চোখে সর্বকালের সেরা মেসি। কারণ তার পারফর্ম্যান্স তা বলতে বাধ্য করে। আমি তার নৈপুন্যতার দেখার জন্য মাঠে যাই। তিনি গোল আদায়, রেকর্ড গড়া ও শিরোপা অর্জনে খুবই কার্যকর একজন। পরিসংখ্যান ও শিরোপা অর্জনে ক্রিস্টিয়ানোও অন্যতম একজন। তবে মেসি তার চেয়েও বেশি তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পূর্ণ ও মার্জিত।’







