পর্তুগীজ ফুটবল ক্লাব স্পোর্টিং লিসবনের সময়টা দারুণ কাটছে। টেবিলে শীর্ষের পাশাপাশি ক্লাবটির একজন ফরোয়ার্ডও দারুণ রেকর্ড গড়েছেন। বিশ্বজয়ী লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, আর্লিং হালান্ড বা কাইলিয়ান এমবাপে, সবাইকে ছাড়িয়ে ২০২৪ সালের সবচেয়ে বেশি গোলের মালিক হয়েছেন লিসবনের ভিক্টর গায়কোরেস।
সম্প্রতি ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়ন্স লিগে হারানোর কারিগর, হ্যাটট্রিক করা ২৬ বর্ষী সুইডিশ সেন্টার ফরোয়ার্ড ভিক্টর গায়কোরেস আলোচনায় আছেন বছর শেষের খতিয়ানেও। খেলেন লিগা পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনে। ২০২৪ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৩ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ৬২টি। ম্যাচে গড়ে প্রায় একটি করে গোল করেছেন। যা তাকে বসিয়েছে বছরের সর্বোচ্চ গোলদাতার আসনে।
২০২৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা নরওয়ের ফরোয়ার্ড আর্লিং হালান্ড। ম্যানসিটি তারকা সব প্রতিযোগিতা মিলে করেছেন ৪৯ গোল। তিনে হ্যারি কেনের গোলসংখ্যা ৪৬টি। তারপরেই আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, ৪৩টি। সেরা ১০এ নেই এমবাপে, ৩৯ গোল করে ১১তম স্থানে আছেন ফরাসি তারকা।
তালিকায় স্থান পাননি বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলা মহাতারকা ২০২৪ সালে ক্লাবের হয়ে করেছেন ২৩ গোল, আর্জেন্টিনা জার্সিতে করেছেন ৬টি।









