পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ট্যাটু করেছেন আর্জেন্টিনার নারী ফুটবলার ইয়ামিলা রদ্রিগেজ। আরেক মহাতারকা লিওনেল মেসির দেশে জন্মে এমন কাণ্ডে সমালোচনার মুখে পড়েছেন ২৫ বর্ষী ফরোয়ার্ড। এ আর্জেন্টাইনের ভাষ্য, রোনালদোর ছবি দিয়ে ট্যাটু আঁকানো মানে তিনি ‘মেসি বিরোধী’ এমনটা নয়।
মেয়েদের বিশ্বকাপে সোমবার ইতালির বিপক্ষে আর্জেন্টিনা ১-০ গোলে হারের পর ট্যাটু নিয়ে সমালোচনার মুখে পড়েন রদ্রিগেজ। এরপর পালমেইরাস ফরোয়ার্ড সমর্থকদের উদ্দেশ্যে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যথেষ্ট হয়েছে, এবার আমার প্রতি দয়া করুন। এমনিতেই আমার সময় ভালো যাচ্ছে না।’
‘একবারও কি বলেছি আমি মেসির বিরোধী? দয়া করে এসব কথা বলা বন্ধ করুন, তাও আবার বিশ্বকাপের মাঝে। শুধুমাত্র আপনাদের জন্য আমার সময় খারাপ যাচ্ছে, ব্যাপারটা এমন না। কারোর কি কোনো পছন্দের খেলোয়াড় বা বড় আইডল থাকতে পারে না?’
‘‘কখনোই বলিনি আমি ‘মেসি বিরোধী’, কখনো এমনটা হবো না। মেসি আমাদের জাতীয় দলের মহান অধিনায়ক, কিন্তু সত্যি বলতে আমার আইডল এবং আমার অনুপ্রেরণা সিআর সেভেন। এর মানে এই নয়, আমি মেসিকে ঘৃণা করি। আমি অন্য একজন খেলোয়াড়কে বেশি পছন্দ করি, যিনি আমাকে অনুপ্রাণিত করেছেন। তাতে সমস্যা কোথায়?’
‘আমরা সবাই শুধু আমাদের দেশের খেলোয়াড়দের ভালোবাসতে বাধ্য নই। অনুগ্রহ করে বিষয়টি বোঝার চেষ্টা করুণ। প্রত্যেকের নিজস্ব একটি সত্ত্বা আছে, এটাই ফুটবলের সৌন্দর্য। একজনকে হাইলাইট করা মানে অন্যকে কবর দেয়া নয়। যথেষ্ট হয়েছে,ব্যাপারটি আমাকে ক্লান্ত করে দিচ্ছে, কষ্ট দিচ্ছে।’
রদ্রিগেজের বাঁ-পায়ে রোনালদোর একটি ছবির ট্যাটু করিয়েছেন। তবে শুধু রোনালদোর নয়, আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ট্যাটুও আছে তার পায়ে।







