প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আসছে ৩০ জুন। ফরাসি ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করবেন নাকি অন্যকোন ক্লাবে যাবেন বিশ্বজয়ী মহাতারকা, তা নিয়ে আলোচনার শেষ নেই। এমন বাস্তবতায় বছরে ৩৫ কোটি পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৬০৫ কোটি টাকায় মেসিকে দলে টানতে চায় সৌদি আরবের ক্লাব আল হিলাল। যা পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসেরে পাওয়া বেতনের প্রায় দ্বিগুণ!
সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল ৩৫ বর্ষী মেসিকে আনুষ্ঠানিক এ প্রস্তাব পাঠিয়েছে। তবে ইউরোপের ক্লাবেই থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানাচ্ছেন দলবদলের নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। টুইটার হ্যান্ডলে জানান, বার্সেলোনা মেসিকে দলে টানতে চাইলেও এফএফপির কিছু নীতির কারণে অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিকে পিএসজির সঙ্গে এখনও নতুন কোনো চুক্তি হয়নি মেসির।
এমন বাস্তবতায় মেসি যদি ফ্রান্স ছাড়েনই, সম্ভাব্য গন্তব্য হিসেবে শুরুতেই সাবেক ক্লাব বার্সেলোনার নাম আসছে। এরপরই আসছে সৌদি ক্লাব আল হিলাল এবং মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামির নাম।
গত নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে গেছেন সিআর সেভেন। বছরে ২০ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ১১৬ কোটি টাকার বেশি বেতনে ৩৮ বর্ষী রোনালদোর সঙ্গে আড়াই বছরের চুক্তি হয়েছে। ২০২৫ পর্যন্ত চুক্তি করতে রাজি থাকলে মেসির জন্য সেখানে ৩৫ কোটি পাউন্ড পর্যন্ত খরচ করতে রাজি আল হিলাল।
লে’কিপের প্রতিবেদন, কাতার বিশ্বকাপজয়ী লিওনেল মেসিকে সৌদি আরবে আনতে খুব করে চাচ্ছে প্রো লিগের ক্লাব আল হিলাল। ইতিমধ্যেই মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে আলোচনার পর আনুষ্ঠানিক প্রস্তাবও পাঠিয়েছে ক্লাবটি।







