গত মার্চে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। চোট কাটিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মিয়ামিতে ফিরে ছন্দেই আছেন। এবার জাতীয় দল জার্সিতেও ফিরলেন বিশ্বজয়ী অধিনায়ক।
৬ জুন চিলির মাঠে এবং ১১ জুন কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন দলটি। দুই ম্যাচের জন্য নিয়মিত অধিনায়ক মেসিকে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
লাতিন অঞ্চল থেকে আর্জেন্টিনা বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে সবার আগে। বিশ্বকাপের আগে দলের সমন্বয় ঠিক করতে অভিজ্ঞদের সঙ্গে তরুণদেরও পরীক্ষা করে নিতে চান লিওনেল স্কালোনি। সেই ছাপ আছে ২৮ সদস্যের দলে। ফেরানো হয়েছে ২০ বর্ষী দুই তরুণ আলেজান্দ্রো গার্নাচো ও ভ্যালেন্টিন বারকোকে।
লাতিন অঞ্চলে ১৪ ম্যাচ শেষে ১০ জয় ১ ড্র ও ৩ হারে আর্জেন্টিনার পয়েন্ট ৩১। পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ইকুয়েডরের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে লিওনেল স্কালোনির দল। মেসিদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আছে চারে। ১৪ ম্যাচে সেলেসাওদের পয়েন্ট ২১।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ ও জেরোনিমো রুল্লি।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওটামেন্ডি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো ও ভ্যালেন্টিন বারকো।
মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস দমিঙ্গেজ, ইজিকুয়েল পালাসিও, রদ্রিগো ডে পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো ও এনজো ফের্নান্দেজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, নিকো পাজ, জুলিয়ান আলভারেজ, লৌতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, ভ্যালেন্টিন কাস্তেলানোস, আলেজান্দ্রো গার্নাচো, জুলিয়ানো সিমিওনে ও অ্যাঙ্গেল কোরেয়া।









