চলতি মাস শেষে মেসি প্যারিস ছাড়ছেন, তা এখন নিশ্চিত। বৃহস্পতিবার পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের সেটি জানিয়ে দিয়েছেন। কিন্তু এখনও অনিশ্চিত বিশ্বজয়ীর পরবর্তী গন্তব্য। সাবেক ক্লাব বার্সেলোনা চাচ্ছে তাকে। সৌদি ক্লাব আল হিলালও প্রস্তাব দিয়েছে মোটা বেতনের। খবরে জোর হাওয়া, মেসি আগ্রহী কাতালান ডেরায় ফিরতে। মহাতারকার ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। বলেছেন, আগামী সপ্তাহে মেসির ভবিষ্যৎ জানা যাবে।
কাতালান বস জানিয়েছেন, সৌদি আরব থেকে মেসিকে বড় অঙ্কের প্রস্তাব দেয়া হয়েছে, কিন্তু ন্যু ক্যাম্পে তাকে ফেরাতে বার্সেলোনাও দর্শনীয় চুক্তিতে আগ্রহী। সেটা করতে ক্লাবের আর্থিক অবস্থা ঢেলে সাজাতে হবে। সে কারণে সিদ্ধান্ত নিতে মেসিকে সোমবার পর্যন্ত অপেক্ষার অনুরোধ করেছে বার্সেলোনা। তারপরও চূড়ান্ত সিদ্ধান্ত মেসির উপরই নির্ভর করছে। আগামী সপ্তাহে যেকোনো সময়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
‘ইতিমধ্যে অনেকবার বলেছি, বার্সেলোনায় তার জন্য দরজা খোলা আছে। আমি কোচ, জানি তিনি এখানে আসলে আমরা অনেকটা লাভবান হবো। মনে করি, তাকে সিদ্ধান্ত নেয়ার জন্য সময় দেয়া প্রয়োজন। প্যারিসের ক্লাবটির প্রতি তার অনেক শ্রদ্ধা রয়েছে। তিনি সেরা উপায়ে তার চুক্তি শেষ করতে চলেছেন। এরপর কোথায় যাবেন, কোথায় ক্যারিয়ার শেষ করবেন, তা নিজে জানানোর অধিকার রাখেন। মেসি আমাকে বলেছে, আগামী সপ্তাহে তিনি সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তিনি একাই সিদ্ধান্ত নেবেন।’







