আলোচনায় ছিল বিশ্বকাপজয়ী লিওনেল মেসি সাবেক ক্লাব বার্সেলোনা অথবা সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যোগ দেবেন। সেসব উড়িয়ে আগামী মৌসুমে মেসি যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। কিংবদন্তিকে না পেয়ে এবার ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমার জুনিয়রের দিকে চোখ আল হিলালের।
সৌদি আরবের ক্লবাটি নেইমারের ঘনিষ্ঠজনদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছে বলে খবর দিচ্ছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। ৩১ বর্ষী ব্রাজিলিয়ানকে পেতে বড় অঙ্কের বেতনের প্রস্তাব দিতে তৈরি আল হিলাল।
চোটের কারণে গত মৌসুমের অর্ধেক সময় দলের সাথে ছিলেন না নেইমার। চোট জর্জরিত নেইমারের সঙ্গে পুরো চুক্তি শেষ করতে চাচ্ছে না ফরাসি চ্যাম্পিয়নরাও। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ থাকলেও নেইমারকে ছেড়ে দিতে বেশ কয়েকবার চেষ্টা করেছে পিএসজি।
মেসিকে দলে টানতে ৫০ কোটি ইউরোর প্রস্তাব করেছিল আল হিলাল। পরে অবশ্য সেটি ৬০ কোটি বলে খবর আসে। নেইমারকে বছরে ২০ কোটি ইউরোর প্রস্তাব দিতে পারে। ট্রান্সফার ফি হিসেবে সাড়ে ৪ কোটি ইউরো খরচ করতে রাজি আছে মধ্যপ্রাচ্যের ক্লাবটি। যদিও এপর্যন্ত পিএসজির সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা শুরু করেনি আল হিলাল।







